+8801712188906        hasanfarhad75@gmail.com

কর্মসূচি ঘোষণা নোটিশ

তারিখঃ ১৬/০৭/২০২৩

 

                                       বিবৃতি

বাংলাদেশ রেনাল এসোসিয়েশন এর সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামুআলাইকুম।

সম্প্রতি ঘটে যাওয়া সেন্ট্রাল হাসপাতালের ঘটনা সহ সারাদেশে একের পর এক  চিকিৎসক নিগৃহ, গ্রেপ্তার ও নির্যাতনের বিরুদ্ধে এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে বিএমএ সমর্থিত ও সকল চিকিৎসক সোসাইটি ঘোষিত কর্মসূচিতে বাংলাদেশ রেনাল এসোসিয়েশন একাত্মতা ঘোষনা এবং সকল সদস্যবৃন্দের কাছে থেকে বিগত সময়ের ন্যায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্তভাবে কামনা করছে।

কার্যকারী কমিটির সকল সদস্যবৃন্দকে কর্মসূচিকে সফল করার জন্য কার্যকরি পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা যাচ্ছে, পাশাপাশি শাখা কমিটিগুলোকেও এই কর্মসূচি যথাযথভাবে পালনের মাধ্যমে চিকিৎসকদের যৌক্তিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার বিণীত অনুরোধ করা হচ্ছে।

কর্মসূচি নিম্নরূপঃ

১। অদ্য ১৬/০৭/২৩ তারিখে প্রতিটি মেডিকেল কলেজ, জেলা, উপজেলা এবং প্রাইভেট হাসপাতালে দুপুর ১২:০০-১:০০ টা মানব বন্ধন।

২। আগামী ১৭/০৭/২৩ এবং ১৮/০৭/২৩ তারিখ সবার প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ থাকবে।

৩। আগামী ১৮/০৭/২৩ তারিখ আবারও বিএমএর সাথে বসে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

 

উক্ত কর্মসূচিতে এসোসিয়েশন এর সকল সদস্যদের অংশগ্রহণ একান্তভাবে কাম্য।   

 

ধন্যবাদান্তে,

                             

অধ্যাপক ডাঃ মোঃ নিজামউদ্দিন চৌধুরী             অধ্যাপক ডাঃ মোঃ বাবরুল আলম

সভাপতি                                                          মহাসচিব

বাংলাদেশ রেনাল এসোসিয়েশন                          বাংলাদেশ রেনাল এসোসিয়েশন

 

অফিসিয়াল চিঠির লিংকঃ

https://drive.google.com/file/d/142xeDA4arSPsX1fHo2bGmkhdaUD69auo/view?usp=drive_link


Publish Date: 16 July 2023
Notice Board
Calender
December 2025
S M T W T F S
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31
Visitor Statistics

Online: 4

Today: 541

Yesterday: 568

Week: 3445

Month: 7670

Year: 145873

Total: 277726