Name: Prof. Dr. Dipti Chowdhury
Designation: Professor
Work Address: Ex-Professor & Head Chittagong Medical College, Chittagong
Date of Birth:
Mobile No: 0171-2250706
অধ্যাপিকা দিপ্তী চৌধুরী ১৯৫৩ সালে চট্টগ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৬৭ সালে পিসি সেন সরোয়াত আলী হাই স্কুল বোয়ালখালি, চট্টগ্রাম থেকে ১ম বিভাগে কৃতিত্বের সাথে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উর্ত্তীণ হন এবং ১৯৬৯ সালে স্যার আশুতোষ কলেজ, বোয়ালখালী, চট্টগ্রাম থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১১ তম স্থান অধিকার করেন। তিনি ১৯৭৫ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এম.বি. বি এস পাশ করেন এবং ১৯৮১ সালে এফ.সি.পি.এস (মেডিসিন) পরীক্ষায় উর্ত্তীণ হন। ২০০১ সালে এডিনবরা, যুক্তরাজ্য থেকে এফ.আর.সি.পি ডিগ্রীতে ভ‚ষিত হন। তিনি ১৯৮১ সাল থেকে ১৯৯০ইং সাল পর্যন্ত তৎকালীন আই.পি.জি.এম.আর (ওচএগজ) এ নেফ্রোলজী বিভাগে সহকারী অধ্যাপিকা হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯০ইং থেকে ১৯৯২ইং পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ এ সহযোগী অধ্যাপিকা হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ১৯৯২ইং থেকে ২০০১ইং সাল পর্যন্ত সহযোগী অধ্যাপিকা হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ -এ কর্মরত ছিলেন এবং অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ২০১১ইং সাল পর্যন্ত কর্মরত ছিলেন। ২০১১ইং সালে তিনি সরকারী চাকুরী থেকে অবসর -এ যান। ১৯৮৮ইং সালে আই.পি.জি.এম.আর এ বাংলাদেশে প্রথম কিডনী প্রতিস্থাপনে একজন টিম মেম্বার ছিলেন তিনি। এ ছাড়া ১৯৯৩ইং সালে চট্টগ্রাম মেডিকেলে প্রথম হিমোডায়ালাইসিস ইউনিট চালু করেন এবং ২০০৮-২০০৯ইং সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রথম কিডনী প্রতি স্থাপন করেন। দেশ ও বিদেশে অধ্যাপিকা দিপ্তী চৌধুরীর ৪০ এর অধিক প্রকাশনা রয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে গবেষণালদ্ধ প্রকাশনা উপস্থাপন করেন। বর্তমানে তিনি গরীব কিডনী রোগীদের অত্যন্ত কম খরচে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | 31 |
Online: 7
Today: 503
Yesterday: 690
Week: 1798
Month: 1798
Year: 140001
Total: 271854
Dr. Md. Farhad Hasan Chowdhury, 219, Elephant Road, Dhaka.
+8801712188906
hasanfarhad75@gmail.com
brabd.org@gmail.com
© Bangladesh Renal Association 2020
Developed by BDHOST