Name: Prof. Dr. Shamim Ahmed
Designation: Professor
Work Address: Kidney Foundation hospital and research institute, Plot no:5/2, Rd:1,Section:2 Mirpur, Dhaka
Date of Birth:
Mobile No: 01911360512
Email: shamim46@hotmail.com
অধ্যাপক ডাঃ শামীম আহমেদ ৮ই ফেব্রæয়ারী ১৯৫৪ সনে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে তেজগাঁও পলিটেকনিক হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগ হতে ৬টি লেটারসহ সম্মিলিত মেধা তালিকায় ১৩তম স্থান অধিকার করেন। ১৯৭৩ সালে ঢাকা কলেজ হতে প্রথম বিভাগে ২টি লেটার সহ উচ্চ মাধমিক পাশ করেন। ১৯৭৯ সালে ঢাকা মেডিকেল কলেজ হতে এম.বি.বি.এস ডিগ্রি লাভ করেন এবং সরকারি চাকরিতে যোগদান করেন। ১৯৯৭ সালের জানুয়ারী মাসে এফ.সি.পি.এস মেডিসিন) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি মানিকগঞ্জ সদর হসপিটালে কনসালটেন্ট মেডিসিন) হিসেবে দায়িত্ব পালন করেন। ইতিমধ্যে তিনি ১৯৯০ সারে বি.এ.টি.সি সাভার হতে বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৯১ সালে ফেব্রæয়ারী মাসে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সহকারী অধ্যাপক (কিডনি বিভাগ) আই.পি.জি.এম.আর যোগদান করেন। ১৯৯২-১৯৯৩ সাল পর্যন্ত বিশ্ব ¯^াস্থ্য সংস্থার ফেলো হিসেবে ভারতের চন্ডিগড়ে পি.জি.আই.এম.ই.আর এক বছর কিডনি রোগের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৯৪ সালে সহযোগী অধ্যাপক হিসেবে কিডনি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজে যোগদান করেন। পরবর্তীতে বরিশাল মেডিকের কলেজ ও জাতীয় কিডনি ইনস্টিটিউটে একই পদে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে জুলাই মাসে ঢাকা মেডিকেল কলেজে অধ্যাপক ও বিভাগীয় প্রধান (কিডনি বিভাগ) হিসেবে যোগদান করেন। ২০০৩ সালে তিনি এফ.আর.সি.পি (্এডিন) ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে এফ.এ.সি.পি (যুক্তরাষ্ট্র) ও ২০০৫ সালে এফ.আর.সি.পি (গ্লাসগো) ডিগ্রী অর্জন করেন। ২০০৬ সালের অক্টোবর মাসে জাতীয় কিডনি ইনস্টিটিউটে অধ্যাপক কিডনি বিভাগ ও পরিচালক হিসেবে যোগদান করেন। পহেলা জানুয়ারী ২০১১ হতে তিনি সরকারী চাকুরী হতে অবসর গ্রহণ করেন এবং বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনে অধ্যপক ও সিনিয়র কনসালটেন্ট হিসেবে অদ্যাবধি কর্মরত আছেন। তিনি রাজশাহী টিসার্স এসোসিয়েশন (তাজ) মেডিকেল জার্নাল এর এডিটর, বাংলাদেশ রেনাল জার্ণাল এর সহকারী এডিটর ছিলেন। এছাড়া বাংলাদেশ রেনাল এসোসিয়েশন, এসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব বাংলাদেশ, টিসার্স এসোসিয়েশন রাজশাহী মেডিকেল কলেজ, টিসার্স এসোসিয়েশন ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস্ এর আজীবন সদস্য। তিনি বাংলাদেশ রেনাল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ সম্মানীত ট্রেজারার হিসেবে দায়িত্বরত আছেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন মেডিকেল জার্ণালে ৯৫টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেন। এছাড়াও বিভিন্ন পত্র-পত্রিকায় কিডনি রোগের উপর প্রবন্ধ প্রকাশ করেন। জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন দেশীয় টেলিভিশনে শতাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিংগাপুর, ইন্দোনেশিয়া, জাপান, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, চায়না, ইউকে, সুইডেন, জার্মানি, ইটালি, অস্ট্রিয়া, চেক-রিপাবলিক, তুরস্ক, আমেরিকা, কানাডা, ব্রাজিল, সাউথ আফ্রিকা ও মরক্কোসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক কিডনি রোগের উপর বৈজ্ঞানিক সম্মেলনে অংশগ্রহণ করেন। তিনি নেতাজী সুবাস চন্দ্র বসু ২০০৮ পদক, ফাদার অব বঙ্গবন্ধু গোল্ড মেডেল অ্যাওয়ার্ড ২০০৯, মাদার তেরেসা গোল্ড মেডেল অ্যাওয়ার্ড ২০১০ লাভ করেন। তিনি অধ্যাপক ইমিরেটাস ডাঃ এ.কে.এম কফিল উদ্দিন (প্রাক্তন ফাউন্ডার ডিরেক্টর, নিপসম) এর পুত্র।
| S | M | T | W | T | F | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 |
Online: 2
Today: 257
Yesterday: 668
Week: 257
Month: 1376
Year: 118342
Total: 250195
Dr. Md. Farhad Hasan Chowdhury, 219, Elephant Road, Dhaka.
+8801712188906
hasanfarhad75@gmail.com
brabd.org@gmail.com
© Bangladesh Renal Association 2020
Developed by BDHOST